Rishi Kaushik : স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঋষি কৌশিকের, কী বললেন এবার ?

Updated : Jul 29, 2024 10:19
|
Editorji News Desk

বর্ষাকালের আকাশ মানেই কালো মেঘের ঘনঘটা । সেরকমই যেন মেঘ করেছে টলিপাড়াতেও । ভালবাসার সম্পর্কের উপর জমছে কালো মেঘ । সেই মেঘের বৃষ্টি যখন নামবে তখন তা সুখের হবে না যন্ত্রণার নাকি সব হারানোর, তা জানা নেই । শুধু, এটুকু জানা আছে, ভেঙে যাচ্ছে সুন্দর সম্পর্কগুলো । টলিপাড়ায় কান পাতলেই শুধু শোনা যাচ্ছে বিচ্ছেদের সুর । বেশ কয়েকদিন ধরে যিশু নীলাঞ্জনা-কে তোলপাড় নেটপাড়া । চর্চায় রয়েছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক । অভিনেতার একের পর এক পোস্টেও মিলছে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত । তবে, বিচ্ছেদের আবহের মধ্যেই এবার সুখবর দিলেন অভিনেতা ।  স্ত্রী দেবযানীর সঙ্গে সব কি তাহলে মিটমাট হয়ে গেল অভিনেতার ? বিষয়টা খোলসা করেই বলা যাক ।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ঋষি কৌশিক । সেখানে তাঁকে তাঁর আগামী প্রোজেক্ট নিয়ে বলতে শোনা যায় । ঋষি ভিডিওর প্রথমেই সকলের কুশল জিজ্ঞেস করেন । তারপর ঋষি জানান, খুব ভাল আছেন অভিনেতা । খুব শীঘ্রই তাঁর একটি কাজ আসছে । ঋষির কথায়, 'আশা করি, তোমরা খুব ভালো আছ। আমি খুব ভালো আছি। খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন কাজ। তোমরা সকলে আমার জন্য প্রার্থনা করো। কাজটা কী এবং কাজটা কোথায় ও কবে আসছে, সেটা পরে বিশদে জানাব।'

এদিকে, ঋষি কৌশিকের ভিডিও পোস্ট করতেই নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে মানুষের মনে । অনুরাগীরা মনে করছেন, অভিনেতা যে ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্টগুলি এতদিন ধরে করছিলেন, সেটা কি তাঁর নতুন কাজেরই অঙ্গ ? সবটাই কি প্রচারের অঙ্গ ? এরকম মনে হওয়ার যথেষ্ট কারণও রয়েছে । কারণ টলিউডে এর আগে সিনেমার প্রচারে অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে । তেমনটাই যেন হয়, চাইছেন অনুরাগীরাও । 

কয়েকদিন আগে সম্পর্ক ভাঙা নিয়ে একটি পোস্ট করেছিলেন ঋষি কৌশিক । তখন থেকেই দর্শকেরা অভিনেতার সংসারে ভাঙ্গন আঁচ করেছিলেন। এরপর ঋষি একটি ভিডিয়ো আপলোড করেন ফেসবুকে, সেখানে নামোল্লেখ না করেই এক বিবাহিত দম্পতির ক্রমাগত খারাপ হতে থাকা সম্পর্কের ছবি তুলে ধরেন । এও বলেন, যে সেই দম্পতির বৈবাহিক জীবন কেটেছে ১২ বছর । ঋষি ও দেবযানীর বিয়ের বয়সও বারো ।  তা থেকে নেটিজেনরা মনে করেন, নিজের জীবনের গল্পই বলেছেন অভিনেতা । যে গল্পে রয়েছে মেয়েটির বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ, ছেলেটির জীবন দুর্বিষহ করে তোলার অভিযোগ । এরপরও একাধিক পোস্টে বিচ্ছেদের সুর স্পষ্ট হয়েছে । যদিও, এ ঘটনা ঋষির ব্যক্তিগত জীবনের কি না সেই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেতা । সেইসঙ্গে নতুন ভিডিও প্রকাশ্যে আসতেও নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে ।

Rishi Kaushik

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ