দেখতে দেখতে জীবনের ৪৫ টি বসন্ত পার করলেন অভিনেতা রানি মুখার্জি। কেরিয়ারে নতুন করে কামব্যাকও হয়েছে, এবং রানির মতোই। 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে' মুক্তির আগে থেকেই ছিলেন জোর চর্চায়।
বড়পর্দায় রানির প্রথম ব্রেক কিন্তু টলিউডে। 'বিয়ের ফুল'-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে প্রথম অভিনয়। তারপর পেছনে ফিরে তাকাতে হয়নি। গুলাম, ব্ল্যাক, হে রাম, যুবা, প্যাহেলি, হাম তুম, বান্টি অউর বাবলি, মরদানি, একের পর এক বক্স অফিস হিট উপহার দিয়েছেন রানি। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।
ছকে ফেলা বলিউডি নায়িকার চরিত্রের বাইরেও নিজেকে মেলে ধরেছেন রানি, চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন নিয়মিত।