অভিনেত্রী রকুল প্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি আগামী ২১ ফেব্রুয়ারি, বিয়ে করতে চলেছেন। শনিবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে ফ্রেমবন্দি হলেন তাঁরা। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি।
বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে প্রাক বিবাহ অনুষ্ঠান। বন্ধু-পরিজনের সঙ্গে ‘ঢোল নাইট' সেলিব্রেট করেছেন হবু বর-কনে। বিয়ের আগে শ্বশুরবাড়িও ঘুরে এসেছেন রকুল।
Anjana Bhowmik Passes Away : দুঃসংবাদ টালিগঞ্জে, প্রয়াত উত্তমের আরও এক নায়িকা অঞ্জনা ভৌমিক
গোলাপী এবং সাদা আনারকলিতে সেজেছিলেন অভিনেত্রী। তাঁদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা গোয়ায়। এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র মিডিয়াকে বলেছে, ‘আইটিসি গ্র্যান্ড গোয়ায়’ তাঁদের বিয়ের আসর বসার কথা।