শুক্রবার ১০ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা সোহম চক্রবর্তী-সায়নী ঘোষ অভিনীত ছবি 'এলএসডি'। সোহম নিজেই ছবির প্রযোজকও। বৃহস্পতিবার দুপুরেও তাঁর হাতে আসেনি সেন্সরশিপের শংসাপত্র। এর পেছনে কারণ তাঁর রাজনৈতিক সংযোগ , মনে করছেন অভিনেতা-প্রযোজক।
প্রসঙ্গত, সিনেমার সেন্সরশিপের সার্টিফিকেট আসে কেন্দ্রের থেকে। সোহম নিজে আবার চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। রাজনৈতিক মতের পার্থক্যের কারণেই তাঁর ছবির ক্ষেত্রে এমনটা করা হচ্ছে বলে ধারনা সোহমের।
প্রসঙ্গত, এলএসডি ছবিতে সোহমের সহ অভিনেত্রীও তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।