'ব্যোমকেশ দুর্গ রহস্য'-এর শুটিং চলছে জোরদকদমে । সত্যের অন্বেষণ করতে ইতিমধ্যেই কলকাতা, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডে শুটিং হয়েছে । এবার বোলপুর । সেখান থেকেও ভিডিও শেয়ার করলেন দেব । দেখা গেল ক্রিকেট খেলছেন । কিন্তু, প্রশ্ন একটাই গোয়ন্দা থেকে একেবারে সোজা ক্রিকেটার ! কীভাবে ?
আসলে, এটা 'ব্যোমকেশ দুর্গ রহস্য'-এর শুটিংয়ের ফাঁকে তোলা একটি ভিডিও । যেখানে বোলপুরের তপ্ত গরমে রাস্তায় দাঁড়িয়ে ব্যাটিং করলেন দেব । সঙ্গে ছবির টিম । সেই ভিডিও রিল বানিয়ে পোস্ট করলেন অভিনেতা । ক্যাপশনে লিখলেন, 'হ্যাঁলো বোলপুর । এটা এমন একটা টিম, যাঁরা একসঙ্গে খায়, একসঙ্গে থাকে আর একসঙ্গে খেলে । '
ছবির প্রথম শিডিউলের শুটিং হয় কলকাতায়। এরপর তাঁরা সদলবলে যান মধ্য প্রদেশে। সেখানে শুটিং শেষ করেছেন মাত্র কদিন আগেই। পৌঁছে যান পরবর্তী ঠিকানা ঝাড়খণ্ডে । একদিন আগেই ঝাড়খণ্ড থেকে ছবি পোস্ট করেছিলেন অভিনেতা-সাংসদ । বুধবার আবার বোলপুরে সত্যের অনুসন্ধানে দেব ।