বিয়ে করছেন 'মন্দার' খ্যাত অভিনেতা দেবাশিস মণ্ডল । টলিপাড়ায় কানাঘুষো খবর, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি । সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন দেবাশিস । জানিয়েছেন, বিয়ে করার পরিকল্পনা রয়েছে । যখন হবে, তখন সবাইকে জানাবেন । তবে, টলিউডের হ্যান্ডসাম হাঙ্কের পাত্রীটি কে ?
টলিপাড়ায় কানাঘুষো খবর, দীর্ঘকালের বান্ধবীকেই নাকি বিয়ে করতে চলেছেন দেবাশিস । দেবাশিসের মতো তিনিও নাটকের সঙ্গে যুক্ত । তাহলে কি নাটকের সূত্রেই দু'জনের কাছে আসা আর তারপর বিয়ে ? সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি ।
'মন্দার'-এ অভিনয় করে বেশ জনপ্রিয় হন দেবাশিস । এছাড়া, 'শিকারপুর', 'জনি বনি'-র মতো একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি । জানা গিয়েছে, বর্তমানে সপ্তাশ্ব বসুর ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি ।