ক'দিন আগেই খবরের কাগজ, টেলিভিশনে তাঁকে নিয়ে হইচই। অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের টাকায় গাড়ি কেনার অভিযোগ ছিল। পরে অবশ্য সেটাকা ফেরত দেন অভিনেতা, তার পরেও রাজ্য রাজনীতি তাঁকে ঘিরে ছিল সরগরম, সেই রেশ কাটতে না কাটতেই বনিকে দেখা গেল দুবাইতে, ব্যাপার কী?
সোশ্যাল মিডিয়ায় বনির পোস্ট করা একটি ভিডিও বলছে, এই মুহূর্তে দুবাই-তে অ্যাডভেঞ্চার স্পোর্টসে মেতেছেন অভিনেতা। বলছেন 'স্বপ্ন পূরণের' কথা। সেই ভিডিও নিয়ে নেটদুনিয়ায় চর্চাও কম হচ্ছে না। তবে বনির ঘনিষ্ঠ সূত্রে খবর, দুবাই নয়, এই মুহূর্তে কলকাতাতেই আছেন অভিনেতা, পোস্ট করেছেন পুরনো ভিডিও।