ব্যাঙ্কে কেওয়াইসি (KYC) আপডেট করাতে গিয়ে বিপাকে পড়লেন বলি অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor) । অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন তিনি । প্রায় ৪ লক্ষ ৩৬ হাজার টাকা খুইয়েছেন অভিনেতা । যদিও, পুলিশি তৎপরতায় অন্নু কাপুর বেশিরভাগ টাকাই ফেরৎ পেয়ে যাবেন বলে জানা গিয়েছে (Annu Kapoor reportedly been victim of online fraud) ।
জানা গিয়েছে, অন্নুকে এক ব্যক্তি ফোন করেন । ব্যাঙ্কের কর্মী হিসেবে নিজের পরিচয় দেন তিনি । ফোনে কেওয়াইসি আপডেট করার পরামর্শ দেন অভিনেতাকে । ওই ব্যক্তির কথা মতো নিজের ব্যাঙ্কের যাবতীয় তথ্য দিয়ে দেন ওই ব্যক্তিকে । এরপর তাঁর নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি এলে, তাও ওই অচেনা ব্যক্তিকে জানিয়ে দেন অন্নু কাপুর । আর সেখানেই ভুল করে বসেন । কিছু ক্ষণ পরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পর পর দু’টি অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফর করা হয় । সেই বিষয়ে প্রথমে কিছু জানতেই পারেননি অন্নু । পরে অভিনেতাকে ব্যাঙ্ক থেকে ফোন করে টাকা লেনদেনের বিষয়ে জানানো হয় । তখনই সমস্ত ঘটনা জানতে পারেন অন্নু কাপুর ।
আরও পড়ুন, Nusrat Jahan : পুজোর ভিড়ে খেলেন ফুচকা, বাজালেন ঢাক, জমজমাট নুসরতের পুজো
সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন অভিনেতা । পুলিশও তৎপরতার সঙ্গে কাজ শুরু করে । যে সমস্ত ব্যাঙ্কে টাকা পাঠানো হয়েছে, তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয় । প্রতারকদের দু’টি অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হয় । পুলিশ জানিয়েছে, অভিনেতা ৩ লক্ষ ৮ হাজার টাকা ফিরে পাবেন ।