তিনি বারবারই বলেন যে, মৃত্যুর পরেও তাঁর স্বামী অভিষেক চট্টোপাধ্যায় তাঁদের সঙ্গেই আছেন। এছাড়াও সব জায়গায় দেখা যায় যে মৃত স্বামীর ছবি সঙ্গে করেই নিয়ে যান অভিষেকের স্ত্রী সংযুক্তা(Sanjukta)। সেই মতো ব্যাংককেও অভিষেকের ছবি সঙ্গে করেই নিয়ে গিয়েছিলেন তাঁরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই অভিষেকপত্নীর দিকে ধেয়ে আসে কটাক্ষ।
নেটিজেনদের কেউ লেখেন 'হাস্যকর', কেউ বলেন 'লোক দেখানো'। বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই কটাক্ষের জবাব দিলেন অভিষেক পত্নী সংযুক্তা। অভিষেকের প্রোফাইল থেকেই তিনি লেখেন, 'গতকাল আমাদের ভ্রমণ নিয়ে পোস্ট করা একটি আর্টিকেলের প্রতিক্রিয়ায় কিছু মন্তব্য পেয়েছি যে, আমার অভিষেকের ছবি সর্বত্র বহন করা 'সহানুভূতি' অর্জনের জন্য এবং এটিকে 'হাস্যকর'-ও বলা হয়। আমার সমস্ত সমালোচকদের উত্তর দেওয়ার দরকার নেই। তবুও যেহেতু এটি অভিকে কেন্দ্র করে- তাই এর একটি ঠিকঠাক সমাধান হওয়া দরকার বলেই মনে করি।'
নেটিজেনদের কটাক্ষের জবাবে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন। তিনি লেখেন, 'কেন আমার সহানুভূতি দরকার? আমি একজন স্বাধীন মহিলা এবং অভিষেকের আশীর্বাদে ২৪শে মার্চ ২০২২ সাল থেকে এই সংসার চালাচ্ছি। মৃত্যু স্বাভাবিক এবং নিশ্চিত বলেই প্রতিটি পরিবারকেই এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। আপনি কীভাবে এর সম্মুখীন হবেন, তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার নিজের উপর। আমি মনে করি, অভিষেক আমার এগিয়ে যাওয়ার শক্তি'।