অসুস্থ 'বীরু' (Dharmendra hospitalised)। ভর্তি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র গত চার দিন ধরে ছিলেন আইসিইউ-তে! রবিবার ইনটেনসিভ কেয়ার ইউনিটের বাইরে আনা হয়েছে তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ঠিক আছেন ধর্মেন্দ্র (Dharmendra hospitalised), তবে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে, আরও কয়েকটা দিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে ওই কারণেই।
বলিউড সূত্রে খবর, চার দিন আগেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল (Dharmendra hospitalised) ধর্মেন্দ্রকে। শ্যুটিং করতে গিয়ে পিঠে চোট পান তিনি। যন্ত্রণা বাড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে আরও কয়েক দিন হাসপাতালে রাখা হবে তাঁকে।
আরও পড়ুন: প্রযুক্তি নেই, দেখানো গেল না পাক প্রধানমন্ত্রীর লাহোর সফর, বরখাস্ত পিটিভির ১৭ কর্মী
উল্লেখ্য, পরপর দুটি ছবির কাজ করছেন তিনি এখন। 'আপনে' ছবির সিক্যুয়েলে কাজ করছেন দুই ছেলে সানি (Sunny Deol) এবং ববির সঙ্গে। পাশাপাশি সম্প্রতি বলিউডে অভিষেক ঘটেছে পৌত্র কর্ণ দেওলের। ছবিতে দেখা যাবে তাঁকেও।
একই সঙ্গে আলিয়া ভাট এবং রণবীর সিংহ অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra hospitalised)। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ছবিটি। করণ জোহর পরিচালিত ওই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জয়া বচ্চনকে। প্রায় ৪৮ বছর পর এক সঙ্গে দেখা যাবে তাঁদের। শেষ বার 'শোলে' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।