ট্রেলার দেখে কে বলবে, এই মানুষটাই পর্দায় কখনও ফেলুদা হয়েছেন, কখনও ব্যোমকেশ। স্বপন কুমারের গোয়েন্দা 'দীপক চ্যাটার্জি' পালটে দেয় সব সমীকরণ। মুক্তি পেল 'বাদামি হায়নার কবলে'র ট্রেলার।
বলা চলে, বিগত কয়েক বছরে, গোটা বাংলাজুড়েই গোয়েন্দারাজ। কিন্তু সে সব গোয়েন্দাদের চেয়ে অনেকটা আলাদা দীপক চ্যাটার্জি। আরও অনেকটা আলাদা পরিচালক দেবালয় ভট্টাচার্যের দীপক চ্যাটার্জি। ট্রেলার বলছে, এখানে লেখক তাঁর গোয়েন্দাকে তৈরি করেন না, বরং তাঁর গোয়েন্দা লেখককে দিয়ে চিত্রনাট্যকে নিজের মতো করে নেয়।
CAA: Loksabha: লোকসভার আগেই দেশজুড়ে চালু CAA? সূত্রের দাবিতে শোরগোল
আগামী ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে বাদামি হায়নার কবলে। বাংলা ইন্ডাস্ট্রিতে বাকি গোয়েন্দাদের ভিড়ে স্বপন কুমারের দীপক চ্যাটার্জি কতটা জায়গা করে নিতে পারে, সেটাই দেখার।