'এল সময় রাজার মতো, হল কাজের হিসাব সাড়া' অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) মৃত্যুও ঠিক রাজার মতোই এল। শুটিং ফ্লোরেই আচমকা অসুস্থতা। ঘণ্টা কয়েকের মধ্যে জীবনের সব লেনদেন শেষ। প্রয়াত অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।
সাড়ে তিন দশকে ২৫০-এর বেশি চলচ্চিত্র রয়েছে তাঁর ফিল্মি কেরিয়ারে। গীত সঙ্গীত, সংঘর্ষ, দহন, ফিরিয়ে দাও, মায়ের আঁচল, নীলাচলে কিরিটি-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন। একসময় পরিচালক অঞ্জন চৌধুরী-র ব্লু আইড বয় হিসেবেই পরিচিত ছিলেন ইন্ডাস্ট্রি-তে। বড় পর্দার পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছেন ছোট পর্দায়, যাত্রায়।
চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন, প্রয়াত বাংলার অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়
খড়কুটো, মোহর, ফাগুন বউ-এর মতো ধারাবাহিকের মাধ্যমে শেষ কয়েক বছরে বাঙালির ড্রয়িং রুমে খুব জনপ্রিয় হয়েছিলেন প্রয়াত অভিনেতা।
প্রয়াত অভিনেতার সহ অভিনেতা আদিত্য রায়কে এডিটরজি-র তরফে ফোন করা হলে তিনি বলেন,
"একসঙ্গে অনেকগুলো দিন বোলপুরে শুটিং করেছি, মিতভাষী ছিলেন, কিন্তু খুব অল্প সময়ে নিজের করে নিতেন। স্টারডম বুঝতে দিতেন না"।
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানালেন, "২০০৪ এ প্রভাত রায়ের টেলিফিল্মে কাজ করার সময় দেখেছি, যথেষ্ট শৃঙ্খলাপরায়ণ ছিলেন। আর ২০১১ সালে দীর্ঘ দিন পর জাত্রা দেখতে গিয়ে গ্রিন রুমে দেখা করতে গিয়েছিলাম, একবারে চিনে কথা বললেন, তা থেকেই আন্দাজ করা যায়, মানুষ হিসেবে নিশ্চয়ই ভালোই ছিলেন'।