'প্রলয়'-এর ৯ বছর পর জি ফাইভে আসছে ওয়েব সিরিজ 'আবার প্রলয়'। রাজ চক্রবর্তীর পরিচালনায় সিরিজের প্রযোজনায় শুভশ্রী। সম্প্রতি সিরিজের নানা ঝলক সামনে আনল জি ফাইভ।
সিরিজের বেশ কিছু টিজার সামনে এসেছে। একের পর পোস্টারে ঝড় আসার ইঙ্গিত দিলেন রাজ, শাশ্বতরা। জি ফাইভে দেখা যাবে এই সিরিজ। তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।
২০১৩ সালে মুক্তি পাওয়া 'প্রলয়' ছবিতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়।