বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় পঞ্চায়েত খ্যাত অভিনেত্রীর মৃত্যুর খবর ভুয়ো । বেঁচে আছেন আঁচল তিওয়ারি । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেকথা জানালেন ভোজপুরী অভিনেত্রী । উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় । বিভিন্ন সংবাদমাধ্যমেও লেখা হয়, বিহারে ভয়াবহ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে রয়েছেন আঁচল তিওয়ারিও । কিন্তু, তার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের ইনস্টা প্রোফাইল থেকে পোস্ট করলেন অভিনেত্রী ।
আঁচল তিওয়ারি তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন দু'টি পোস্ট । সেখানে দেখা গেল, অভিনেত্রীর দুই বন্ধু এক হিন্দি সংবাদমাধ্যমে প্রকাশিত আঁচলের মৃত্যুর খবর পোস্ট করে স্পষ্ট জানিয়েছেন, ভুয়ো খবর এটা । অভিনেত্রী বেঁচে আছেন । আর সেই পোস্টই নিজের স্টোরিতে শেয়ার করেছেন আঁচল । তিনিও বুঝিয়ে দিলেন, বেঁচে আছেন তিনি ।
সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি, বিহারের কাইমুরের মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে একটি দুর্ঘটনা ঘটে । পুলিশ সূত্রে খবর, একটি এসইউভি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটে । পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের শনাক্ত করা হয়েছে । তাঁদের মধ্যে অভিনেত্রী আঁচল তিওয়ারি রয়েছেন । এছাড়াও শনাক্ত করা হয়েছে শিল্পী ছোটু পান্ডে, সিমরন শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পান্ডেদের ।