আমির খান অভিনীত পরবর্তী ছবি 'সিতারে জমিন পর' নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সম্প্রতি, তাঁর প্রযোজনা সংস্থার নতুন ছবি 'লাপাতা লেডিজ'-এর বিশেষ স্ক্রিনিং-এ অংশ নেবেন বলে আইআইএম ব্যাঙ্গালোরে গিয়েছিলেন আমির খান। সঙ্গে ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সেখানেই 'সিতারে জমিন পর' নিয়ে দর্শকদের কৌতূহল নিরসন করেন বলিউডের এই সুপারস্টার।
আগামী ক্রিসমাসেই তিনি ফের বড় পর্দায় আসছেন বলে ভক্তদের এক প্রকার আশ্বাস দেন মিস্টার পারফেকশনিস্ট। তিনি জানান, "আমি গত সপ্তাহ থেকেই 'সিতারে জমিন পর' ছবির শুটিং শুরু করেছি। আশা করছি, চলতি বছরের ক্রিসমাসের মধ্যেই আমরা দর্শকদের জন্য ছবিটি রিলিজ করতে পারব"।
উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া আমির খানের অতি জনপ্রিয় ছবি 'তারে জমিন পর'-এর গল্পের সঙ্গে 'সিতারে জমিন পর' ছবির গল্পের একটি সংযোগ রয়েছে। তবে, সেখানে রয়েছে একেবারে টাটকা কিছু টুইস্ট। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমির খান বলেন, "এটি সিকোয়েলের মত ঠিকই। তবে, পুরোপুরি সিকোয়েল নয়"। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রসন্ন। আমির খান ছাড়াও ছবিটিতে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জেনেলিয়া ডি'সুজা।