আগামী ৩ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক নূপুরের সঙ্গে চার হাত এক হতে চলেছে আমির কন্যে আইরা খানের। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে এনগেজমেন্ট। একটা মাত্র মেয়ের বিয়ে বলে কথা। আইরার বিয়ের জন্য নিজের হাতে গয়না কিনতে বুধবার মুম্বইয়ের একটি গহনার দোকানে গিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট।
Ankita Lokhande: স্ত্রীকে মারতে উদ্যত হয়েছিলেন ভিকি, জামাইয়ের ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন অঙ্কিতার মা
সূত্রের খবর, মেয়ের জন্য নিজের হাতে বেছে বেছে গয়না কিনেছেন আমির। এদিন আইরা প্রাক বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাওকেও।