আড়াই কোটি টাকা জালিয়াতির অভিযোগ। বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের নামে জারি করা হল ওয়ারেন্ট। জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় আমিশা প্যাটেল ও তাঁর ব্যবসায়ীক সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করল রাঁচির সিভিল কোর্ট। জানা গিয়েছে, এই মামলায় আমিশাকে সমন পাঠানো হলেও তিনি আদালতে হাজির ছিলেন না।
আমিশা প্যাটেলের বিরুদ্ধে এই প্রতারণার মামলা দায়ের করেছিলেন রাঁচি হারমু জেলার বাসিন্দা অজয় কুমার সিং। যিনি একজন প্রযোজক। তাঁর অভিযোগ অনুযায়ী, আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবির জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁর দাবি, তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা দিয়েছিলেন। ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনও তা শেষ হয়নি।
তাই প্রযোজক অজয় তাঁর টাকা ফেরৎ দিতে বলেন। আমিশা ও তাঁর ব্যবসায়ী পার্টনার ক্রুনাল তাঁকে টাকা ফিরিয়ে দেবেন বলে আশ্বস্তও করেন। আমিশা তাঁকে ২.৫ কোটি টাকার জন্য দুটি চেক দেন।
ব্যাঙ্কে সেই চেক জমা দিতে গেলে তা বাউন্স হয়। ভারতীয় দন্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় আমিশা ও তাঁর ব্যবসায়ী পার্টনার ক্রুনালের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।