রাজনীতির দুনিয়ার রক্তমাংসের চরিত্রদের ওপর নির্ভর করে ওয়েব সিরিজ বানানোর ট্রেন্ড নতুন কিছু নয়। এবার সেই ট্রেন্ড মেনেই পর্দায় আসতে চলেছেন বাংলা তথা ভারতীয় রাজনীতির কিংবদন্তি নেতা জ্যোতি বসু। তাঁকে নিয়ে এর আগে গৌতম ঘোষের একটি তথ্যচিত্র হলেও ওয়েব সিরিজ দুনিয়ায় তিনি একেবারে নতুন। এই বিখ্যাত বাম নেতাকে নিয়ে তৈরি ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘হীরালাল সেন’-এর পরিচালক অরুণ রায়।
ইতিমধ্যেই টলিপাড়ায় জোর গুঞ্জন, বিষয়টি নিয়ে পরিচালক এবং প্রযোজকের মধ্যে আলোচনা চলছে। শীঘ্রই সিরিজের নামও ঘোষণা করে দিতে পারে প্রযোজনা সংস্থা। শ্যুটিংও শুরু হয়ে যাবে তার পরেই। তবে সিরিজে বদলে যেতে পারে জ্যোতি বসুর নাম। তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে।
যদিও সিরিজ নিয়ে মুখ খুলতে চাননি ‘হীরালাল’ পরিচালক অরুণ রায়। তবে পরিচালক ঘনিষ্ঠ জানিয়েছেন, বাঙালির গর্বের এই রাজনীতিবিদকে পর্দায় তুলে ধরতে বরাবরই পছন্দ উৎসাহী ছিলেন অরুণ। পরিচালক আর প্রযোজকের মধ্যে এই ব্যাপারে কথাও হয়ে গিয়েছে।
এই ওয়েব সিরিজটি বানানোর জন্য কি কোনও অনুমতি নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে? যদিও বিনোদন দুনিয়া সূত্রে খবর, প্রয়াত কোনও ব্যক্তির জীবনের ওপর ভিত্তি করে সিনেমা, ধারাবাহিক কিংবা সিরিজ বানাতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। সেই পথেই হাঁটবে ছবির টিমও।