Bidisha De Majumder death: 'বাঁচতে পারব না অনুভবকে ছাড়া', বিদিশা মৃত্যুতে নাম জড়াল মেদিনীপুরের ব্যবসায়ীর

Updated : May 26, 2022 19:19
|
Editorji News Desk

"আমি বাঁচতে পারব না অনুভবকে ছাড়া। আমি সত্যিই চলে যাব সব ছেড়ে। খুব ভালবাসি। ও একটুও বোঝে না। আমার কিছু হয়ে গেলে ওকে বলিস, খুব ভালবাসতাম। ওকে কারও সঙ্গে দেখতে পারতাম না"। মডেল বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumder death) মৃত্যুতে এবার নয়া মোড়। বুধবার মৃত্যু হয়েছে বিদিশার। এবার মৃত্যুর দু'দিন আগে তাঁর বন্ধুর সঙ্গে একটি চ্যাট (Whatsapp chat) প্রকাশ্যে এল। নাম জড়াল পশ্চিম মেদিনীপুরের তাঁতিগেড়িয়া অঞ্চলের অনুভব বেরা নামের এক যুবকের। ফেসবুকের মাধ্যমেই বিদিশার (Bidisha Dey Majumder) সঙ্গে পরিচয় হয় অনুভবের। এই যুবককেই বিদিশার মৃত্যুর জন্য দায়ী করছেন তাঁর বান্ধবীরা। যদিও, তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন অনুভব (Anubhab Bera)। বুধবার মৃত্যু হয়েছে বিদিশার। তার আগে পর্যন্ত বিদিশার (Bidisha Dey Majumder death) সঙ্গে কথা হয় তাঁর বান্ধবী দিয়া দাসের। হয় হোয়াটসঅ্যাপ চ্যাটও। সেই চ্যাট প্রকাশ্যে এনেছেন দিয়া। বিদিশা এবং দিয়ার চ্যাটে বার বার উঠে এসেছে অনুভবের প্রসঙ্গ।

আরও পড়ুন:  সুইসাইড নোটে বাড়ছে ধোঁয়াশা, অসুস্থতা নাকি ব্যর্থতা, কী কারণে মৃত্যু বিদিশার?

এই ব্যাপারে বিদিশার (Bidisha Dey Majumder death) ওই বান্ধবী দিয়া বলেন, "বিদিশা আমাকে অনেক দিন ধরেই বলত- ও ছেলেটাকে ছাড়া বাঁচবে না। কিন্তু ছেলেটার অনেক বান্ধবী রয়েছে। বিদিশার আত্মহত্যার পর, আমি ছেলেটাকে ফোন করি। ওকে বলি, 'তুমি কি আসবে না অনুভবদা?' ও তখন বলে, 'না, আমি এত দূর থেকে যেতে পারব না।' আমি বলি, 'আমরা নৈহাটি, টালিগঞ্জ, নিউটাউন থেকে চলে আসছি। তুমি যেতে পারবে না? ও তার উত্তরে জানায়, না। ও পারবে না।

আমি তখন ওকে জিজ্ঞাসা করি, 'তুমি ওকে ভালবাসতে না?' তখন ও বলে, 'আমি তো ওকে কোনও দিন বলিনি, আই লাভ ইউ।' আমি তারপর জিজ্ঞাসা করি, 'আই লাভ ইউ না হয় বলোনি, কিন্তু রাত তো কাটাতে। যৌনতা তো করতে পেরেছিলে।' ও তখন বলে, ‘আমি তো জোর করে কিছু করিনি। ও-ও আমার সঙ্গে করেছে।’ এগুলো কোনও কথা হল! অথচ ছেলেটা ওকে বলত- আমি তোমাকে ভালবাসি, কিন্তু কোনও দিন বিয়ে করতে পারব না।"

অন্যদিকে, পেশায় ব্যবসায়ী ওই যুবক (Anubhab Bera) এক সংবাদমাদ্যমকে জানান, তাঁর সঙ্গে বিদিশার শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাঁর দাবি অনুযায়ী, বিদিশা তাঁকে অনেক বারই বলেছিল সম্পর্ক তৈরি করার কথা। তবে তিনি বিদিশাকে বলেন, তিনি কোনও সম্পর্কে জড়াতে পারবেন না। তাঁর কথায়, "আমি যতটা পেরেছি ওকে মানসিকভাবে শক্তি জোগানোর চেষ্টা করেছি। ও ডিপ্রেশনে ভুগছিল। ও কাজ পাচ্ছিল না। সেটা আমাকে বলেছিল। ও বলত, ‘আমি কাজ পাচ্ছি না। আমি আর বাঁচব না।’ আমি বলেছিলাম, ‘চেষ্টা করো, আজ না হয় কাল ঠিক হবে।’ এইসব কারণে ও ডিপ্রেসড ছিল। ও যতবার সম্পর্ক তৈরির কথা আমাকে বলেছিল, ততবারই আমি 'না' বলেছি। গত ফেব্রুয়ারি মাসে ফেসবুকে আমাদের আলাপ হয়।"

ডিসক্লেমার: এই অডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা

DeathBidisha Dey Majumder

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ