গায়ক সোনু নিগমের বাড়িতে চুরি। গায়কের বাবা আগমকুমার নিগমের বাড়ি থেকে খোয়া গিয়েছে ৭২ লক্ষ টাকা। অভিযোগের তির তাঁদের প্রাক্তন গাড়িচালকের দিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনু নিগমের বাবার গাড়ি চালাতেন রেহান নামের এক যুবক। পরে তিনি সেই কাজ ছেড়ে দেন। আগমকুমারের অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের ওশিয়ারা থানার পুলিশ অভিযুক্ত রেহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮০, ৪৫৪ এবং ৪৫৭ ধারায় মামলা রুজু করেছে৷ এই ঘটনার পর থেকে অভিযুক্ত রেহান পলাতক৷
উল্লেখ্য, মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের উইন্ডসর গ্র্যান্ড বিল্ডিংয়ে থাকেন সোনু নিগমের বাবা। তিনি জানান সেখানেই ১৯ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে এই ডাকাতির ঘটনা ঘটেছে।