বাংলা গানের স্বর্ণযুগের রূপকার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay) আজ চিরঘুমে। কিন্তু শিল্পীর যে আসলে মৃত্যু নেই। মানুষের মনে শিল্পীরা বেঁচে থাকেন আজীবন। সন্ধ্যা মুখোপাধ্যায়ও থেকে যাবেন তাঁর সুরে সুরে, গানে গানে। তাঁর গাওয়া অজস্র গানের মধ্যে কোনটা সেরা।, তার বিচার হয়না। সুরের, সঙ্গীতেরই আসলে বিচার হয়না। শুধু শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে দর্শক- শ্রোতাদের জন্য আজ রইল তাঁর গাওয়া কয়েকটি কালজয়ী গান।
ঘুম ঘুম চাঁদ (১৯৫৫)
ছবিঃ সবার উপরে।
সঙ্গীত পরিচালক রবীন চট্টোপাধ্যায়। গানের রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার। মহানায়িকা সুচিত্রা সেনের ওপরে চিত্রায়িত এই অমর সৃষ্টি।
কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে (১৯৫৭)
ছবি- পথে হল দেরি। সুচিত্রা-সন্ধ্যা জুটির অন্যতম শ্রেষ্ঠ গান। সঙ্গীত পরিচালক রবীন চট্টোপাধ্যায়। গানের রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার।
এ শুধু গানের দিন (১৯৫৭)
ছবিঃ পথে হল দেরি
একই ছবির আরও একটি অনবদ্য সুর। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া বাংলা ছবির সেরা গানগুলির মধ্যে একেবারে প্রথম দিকে এ গান থাকবেই।
এই পথ যদি না শেষ হয় (১৯৬১)
হেমন্ত-সন্ধ্যার এই ডুয়েট ছাড়া (পর্দায় রীনা ব্রাউন-কৃষ্ণেন্দু মুখার্জি) বাংলা ছবির প্রেমের গান অসম্পূর্ণ। ছবির নাম সপ্তপদী। গানের সুর হেমন্ত মুখোপাধ্যায়ের। কথা গৌরীপ্রসন্ন মজুমদারের।
এ গানের এই প্রজাপতি (১৯৬৩)
ছবি- দেওয়া নেওয়া।
শ্যামল মিত্রের সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ভীষণ জনপ্রিয় হয়েছিল এই গান। গীতশ্রী যেন গান গাইছেন না, সুরে সুরে কথা বুনে চলেছেন অবিরাম।