KK's 5 best songs: যে পাঁচটি গানের মাধ্যমে বলিউডে জায়গা করে নিয়েছিলেন কেকে, তা বেছে নিল এডিটরজি বাংলা

Updated : Jun 01, 2022 19:39
|
Editorji News Desk

মাত্র ৫৪ বছর বয়সে আচমকা থেকে গেল জীবনের সুর (Singer KK dies in Kolkata)। কলকাতার নজরুল মঞ্চের একটি কনসার্টে গান গাইতে গাইতেই জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেন বলিউডের কিংবদন্তি গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে- (KK passes away)। তাঁর এই অভাবনীয় আকস্মিক প্রয়াণে (KK passes away) স্তম্ভিত লক্ষ লক্ষ সাধারণ অনুরাগী থেকে বিখ্যাত বলিউড তারকা পর্যন্ত সকলেই। ভিড়ে ঠাসা নজরুল মঞ্চে তাঁর শেষ কনসার্ট চলাকালীন মঞ্চে দরদর করে ঘামতে ঘামতে আলোগুলো নিভিয়ে দিতে বলেছিলেন শিল্পী (KK passes away)। কিন্তু, যে গানের আলো তিনি গত আড়াই দশক ধরে ছড়িয়ে দিলেন গোটা দেশের অগণিত মানুষের হৃদয়ে, তা কখনও নিভে যাবে না বলেই মনে করেন শ্রোতারা। গান রেখে, মঞ্চ রেখে আচমকা বিদায় নিয়েছেন রাজা। বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে...

আরও পড়ুন: হোটেলে ফেরার পথে শীত করছিল কেকে-র, শিল্পীর দেহ নিতে কলকাতায় আসছেন স্ত্রী-পুত্র

তাঁর জীবনে হিট গানের (KK hit songs) সংখ্যা অজস্র। বস্তুত, তাঁর গাওয়া অধিকাংশ গানই শ্রোতার মনে জায়গা করে নিয়েছে চিরতরে। তার ভিতর থেকেই হিন্দি সিনেমায় গাওয়া পাঁচটি গান আমরা বেছে নেবো। যা, প্লে-ব্যাক সিঙ্গার হিসাবে বলিউডে কেকে'র স্থান পোক্ত করেছিল।

১) ছোড় আয়ে হাম উয়ো গলিয়াঁ (মাচিস, ১৯৯৬): গুলজার (Gulzar) পরিচালিত ছবির এই বিখ্যাত গানটি দিয়েই বলিউডে গায়ক কেকে'র (KK songs) প্রবেশ। তার আগে বিজ্ঞাপনে কয়েক হাজার জিঙ্গল গেয়ে ফেললেও হিন্দি সিনেমার গানের শ্রোতাদেরর কেকে'র কণ্ঠের সঙ্গে পরিচয় সেই প্রথম। কেকে'র সঙ্গে এই গানে গলা মিলিয়েছিলেন সুরেশ ওয়াদেকর ও হরিহরণ।

২) তড়প তড়প কে (হাম দিল দে চুকে সনম, ১৯৯৯): সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhanshali) পরিচালিত ছবিতে কেকে'র গাওয়া এই গান (KK songs) অচিরেই হয়ে উঠেছিল প্রেমিক-প্রেমিকাদের ধর্মগ্রন্থ! ২৩ বছর বাদেও গানটির ম্যাজিক একইরকম অমলিন। এই একটি গানেই গত শতাব্দীর শেষ বছরটিতে প্রথমসারির বলিউড গায়কদের তালিকায় একদম উপরে উঠে এসেছিল কৃষ্ণকুমার কুনাথের নাম।

৩) সচ কেহে রাহা হ্যায় দিওয়ানা (রহেনা হ্যায় তেরে দিল মেঁ, ২০০১): গৌতম বাসুদেব মেনন পরিচালিত ও সইফ আলি খান, মাধবন, দিয়া মির্জা অভিনীত এই ছবির প্রতিটি গানই অতি জনপ্রিয় হয়েছিল। তবে, কেকে'র গাওয়া এই গানের (KK songs) মাদকতা ছিল একেবারে অন্যরকম। প্রেমের গান, বিশেষ করে, ভগ্নহৃদয় প্রেমিকদের চরিত্রের কণ্ঠে কেকে'র গান অনিবার্য হয়ে উঠেছিল এই সিনেমার পর থেকেই।

৪) তু হে আসমাঁ মেঁ (ঝঙ্কার বিটস, ২০০৩): ২০০৩ সালে মুক্তি পেয়েছিল পরিচালক সুজয় ঘোষের ছবি 'ঝঙ্কার বিটস'। বিশাল-শেখরের (Vishal-Shekhar) সুরে এই ছবি তৎকালীন কলেজ পড়ুয়াদের মনে জায়গা করে নিয়েছিল বিপুলভাবে। 

৫) তু হি মেরি সব হ্যায় (গ্যাংস্টার, ২০০৬): অনুরাগ বসু পরিচালিত ছবি 'গ্যাংস্টার' (Gangstar)। বলিউড পেল এক নতুন নায়িকাকে। কঙ্গনা রানাউত। তাঁর ও ইমরান হাশমির ওপর চলচিত্রায়িত হয়েছিল এই গান (KK songs)। অচিরেই যা হয়ে উঠেছিল যুবসমাজের 'ন্যাশনাল অ্যান্থেম'।

KK dies in KolkataKKKK songs

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ