বাংলার সিনেপ্রেমীরা যে উৎসবের জন্য অধীর অপেক্ষায় থাকেন বছরভর, সেই কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে এক সপ্তাহ পরেই। এরই মধ্যে ঘোষিত হল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি।
উত্তম-তনুজা অভিনীত দেওয়া নেওয়া দিয়েই চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। ৫ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল ৫ টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে এই ছবি।
Randeep Hooda Wedding: ইম্ফলের ছাদনাতলায় রণদীপ হুডা, কনে যেন সাক্ষাৎ রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা
৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। শহরের মোট ২৩ টি প্রেক্ষাগৃহে দেখানো হবে দেশ বিদেশের একগুচ্ছ ছবি। নন্দন, রবীন্দ্রসদন, নজুরুল তীর্থের মতো সরকারি হলের পাশাপাশি, শহরের একাধিক মাল্টিপ্লেক্সেও প্রদর্শিত হবে সিনেমা।