মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হবে। এমনই এক হুমকি মেল পাঠানো হয় সলমন খানকে। মুম্বই ও যোধপুর পুলিশের যৌথ উদ্যোগে গ্রেফতার এক ২১ বছরের যুবক। রবিবার অভিযুক্ত যুবককে মুম্বই পুলিশের হাতে তুলে দেয় যোধপুর পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে সলমন খানকে হুমকি মেল পাঠানো হয় গত ১৮ মার্চ বান্দ্রা থানায় একটি FIR দায়ের করা হয়। এরপরই তদন্তে নামে পুলিশ। মুম্বই ও যোধপুর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। যোধপুর পুলিশের উদ্যোগে একটি টিম গঠন করা হয়। রবিবারই ধৃত ধাকড়রাম বিষ্ণোই নামে ওই যুবক। গ্রেফতারির পর মুম্বই পাঠানো হয় তাঁকে। ২০২২ সালে যোধপুরে তাঁর নামে অস্ত্র আইনে একটি মামলাও দায়ের হয়েছিল।
হুমকি মেলে ওই যুবক সলমন খানের উদ্দেশে লেখেন, তিনি বলিউড তারকার সঙ্গে সরাসরি দেখা করতে চান। এরপরই অভিনেতার নিরাপত্তা মজবুত করা হয়। বাড়ির সামনে নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হয়।