এখনও ট্রেলর মুক্তি পায়নি। এর মধ্যেই অগ্রিম বুকিংয়ের ঝড় দেখে অনেকেই অনুমান করছেন বক্স অফিসে তুমুল সাফল্য পেতে চলেছে কিং খানের (Sahrukh Khan) আপকামিং ছবি 'জওয়ান।' এর মধ্যেই নয়া রেকর্ড।
এবার দর্শকদের ভিড় সামলাতে ভোর ৬টায় জাওয়ানের শো-এর আয়োজন করেছে মুম্বইয়ের প্রথম সারির প্রেক্ষাগৃহ গ্যালাক্সি (Galaxy)। বলিউডের ইতিহাসে যা এক নজিরবিহীন ঘটনা।
সম্প্রতি কিং খানের এক ফ্যান পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। ওই পোস্টে জানানো হয়েছে, 'আমরা ইতিহাস তৈরি করছি। কারণ ৫১ বছরের আইকনিক থিয়েটার মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি থিয়েটারের জওয়ানের প্রথম শো আয়োজন করা হয়েছে ভোর ৬টায়।'
আরও পড়ুন - প্রেমিকাকে আংটি পরিয়ে বাগদান সারলেন আরমান, শুভেচ্ছায় ভরলেন গায়ক
শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপথী অভিনীত ও গৌরী খান প্রযোজিত 'জওয়ান' মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। যে ছবির বিশেষ চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত সহ আরও একাধিক তারকা।