মুম্বইয়ে পাড়ি দিচ্ছে বাংলা ধারাবাহিক 'খড়কুটো'। হিন্দি ও তামিল ভাষায় রিমেক হবে এই টেলি সিরিয়ালের । তবে সেখানে থাকছেন না কৌশিক রায় ও তৃণা সাহাও । হিন্দি সিরিয়ালে সৌজন্য ও গুনগুনের চরিত্রে দেখা যাবে ইয়েশা রুঘানি ও মনন যোশীকে। হিন্দিতে এই টেলি সিরিয়ালের নাম হচ্ছে 'কভি কভি ইত্তেফাক সে'।
লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোুপাধ্যায়ের ধারাবাহিক খড়কুটো টেলিভিশনের দর্শকদের কাছে বেশ জনপ্রিয় । এর হিন্দি রিমেক হবে, তা আগেই জানা গিয়েছিল। এবার স্টার প্লাসের এই সিরিয়ালের এক ঝলক সামনে এল।
এর আগেও বাংলার বহু ধারাবাহিক হিন্দিতে রিমেক হয়েছে । যেমন-শ্রীময়ী, ইষ্টিকুটুম । বাংলার মতো ভিন মুম্বইয়ের টেলি দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিকগুলি । এবার 'খড়কুটো'-র পালা । সৌজন্য ও গুনগুনের অন স্ক্রিন কেমিষ্ট্রি এবার ভিনরাজ্যের দর্শকদের কেমন লাগে, সেটাই দেখার ।