পুজোর কটা দিন চুটিয়ে আনন্দ করে নেন বাংলার তারকারা। আর সোশ্যাল মিডিয়ায় দৌলতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় তাঁদের ছবি। বিজয়া দশমীতেও তার অন্যথা হয় না। দশমীর সন্ধ্যে নামতে না নামতেই ফেসবুক ইন্সটা ভাসছে বিনোদন জগতের চেনা মুখেদের সিঁদুর খেলার ছবি আর ভিডিওয়।
নিজেদের হাউজিং কমপ্লেক্সেই সিঁদুর খেললেন শুভশ্রী। দেবলীনা-গৌরবের আবার বিয়ের পর প্রথম বিজয়া এটাই। কপাল ভর্তি সিঁদুর নিয়ে ছবি দিলেন মিয়াঁ বিবি দুজনেই।
বিগত এক বছর ধরে নিয়মিত শিরোনামে থাকা নুসরতের পরনেও দশমীর লাল পেড়ে সাদা শাড়ি, কপালে লাল টিপ, হাতে শাঁখা, পলা।
দু খানা সার্জারির ধকল কাটিয়ে একটু একটু করে সেরে উঠছেন ঋতাভরী চক্রবর্তী। বিজয়ার সন্ধেতে ঈশা সাহা, আর সোহিনী সরকারের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
মাকে বিদায় বেলার বরণ করার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীও।