২০২২ এর উচ্চমাধ্যমিকে (Higher Secondary Examination) বাধ্যতামূলক টেস্ট পরীক্ষা (Test Exam)।বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। সংসদ জানিয়েছে, উচ্চমাধ্যমিকের টেস্টে প্রতি বিষয়ে ৫০ নম্বর করে লিখিত পরীক্ষা (Written Exam) হবে। পরীক্ষা শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। এদিন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, “কোনও কারণে উচ্চমাধ্যমিক না হলে টেস্টের নম্বর দিয়েই মূল্যায়ন।’’
ছাত্রছাত্রীদের দীর্ঘদিন স্কুল শিক্ষাব্যবস্থার সঙ্গে একেবারেই সম্পর্ক নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। মাধ্যমিক পরীক্ষার পর কোনও পরীক্ষা দেয়নি পড়ুয়ারা, তাই উচ্চমাধ্যমিকের আগে অভ্যাস ফিরিয়ে আনতে এই টেস্ট পরীক্ষার দরকার আছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। তাছাড়া কোনও কারণে আবার যদি করোনার প্রকোপ বাড়ে, পরীক্ষা বাতিল করতে হলে তখন টেস্ট পরীক্ষার নম্বরই মূল্যায়নের মাধ্যম হতে পারে বলে জানানো হয়েছে সংসদের তরফে।