আজ তিতিরের জন্মদিন। ফোয়ারা ভুলে যাবে, তা কি হয়? পর্দায় তাদের সদ্য কৈশোরে পা দেওয়া প্রেম ছিল, পর্দার বাইরে ছিল অগাধ বন্ধুত্ব। বলছি ওপেন টি বায়োস্কোপ ছবির দুই চরিত্রের কথা। রিলের বাইরে রিয়ালের দুনিয়ায় ঋদ্ধি সেন(Riddhi Sen) আর সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়(Surangana Banerjee) দুজন দুজনের মনের মানুষ। সোশ্যাল মিডিয়ায় তাই সুরঙ্গনার জন্মদিনে প্রকাশ্যেই ভালোবাসা জানিয়েছেন ঋদ্ধি।
আরও পড়ুন, ৫৪টা গান করে ২৫০০ টাকা রোজগার! 'কেউ ডাকে না', আক্ষেপ জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপঙ্করের
সুরঙ্গনা ২৪ এ পড়লেন, ঋদ্ধি-সুরঙ্গনা দুজনেই বড় হচ্ছেন একসঙ্গে। জীবনের মানেটাও, দুজনের কাছে একইরকম, তাই পথ চলাটাও হাতে হাত রেখে। সেদিনের সেই কচি মন দুটো আজ অনেকটা পরিণত, তারা জেনে গেছেন, জীবনে সবকিছু বদলে যায় রোজ, কিছু বদল ভাল, কিছু ততোটা ভাল নয়। তবে এসবের মধ্যেও আট বছরের পুরনো বন্ধুত্বটা আজীবন থেকে যাবে, এই বিশ্বাস অটুট তাঁদের।
ঋদ্ধির এই জন্মদিন শুভেচ্ছা এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।