একই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chatterjee), দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy), বাবা-মেয়ের ভূমিকায়। ছবির নাম 'আয় খুকু আয়'। আজই ছবির শুভমহরত।
'সুইজারল্যান্ড' ছবির সাফল্যের পর পরিচালক শৌভিক এবার পর্দায় আনতে চলেছেন বাবা-মেয়ের গল্প। তবে চমকের শেষ এখানেই নয়। ছবিতে ডবল রোলে থাকছেন বুম্বা দা। তাঁর কথায়, 'এটা এমন এক চরিত্র, যা আমি আগে কখনও করি নি'। জিত্-এর সংস্থা ফিল্মওয়ার্কসের প্রযোজনায় এই ছবি।
অর্ডার করেও আসেনি খাবার, সুইগির বিরুদ্ধে মোদী-মমতার দ্বারস্থ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
শিল্পী অনিকেত মিত্র তাঁর ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, এই ছবির লোগো তৈরি করেছেন তিনি। ছবির সঙ্গীত পরিচালক হিসাবে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, সিনেমাটোগ্রাফার ইন্দ্রনীল মুখোপাধ্যায়।