ভবানীপুর উপনির্বাচনে দিদির পক্ষেই রায় দিয়েছে মানুষ, ভবনীপুরের সবকটি ওয়ার্ডে জিতে রেকর্ড ব্যবধানে জিতেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সুপ্রিমোর এই সাফল্যের খবর ঘোষণা হতেই বাঁধ ভাঙা উচ্ছাস ঘাসফুল সমর্থকদের মধ্যে।
ভবানীপুর ছাড়াও বাকি দুই কেন্দ্র জঙ্গিপুর এবং সামশেরগঞ্জেও জয়ী তৃণমূল। দলের এই দারুণ সাফল্যে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করলেন নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তাপসবাবু এদিন বলেন, ভবনীপুরের মানুষের রায় আরও একবার প্রমাণ করে দিল, বাংলা আজ যা ভাবে, সারা দেশ আগামী কাল তা ভাবে'