পুরভোটকে কেন্দ্র করে আবার প্রকাশ্যে চলে এল রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব। রাজ্য আলাদা আলাদা করে পুরসভার ভোট করাতে চাইলেও একসঙ্গে সব পুরসভার ভোট চান রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল(West Bengal Governor)।
মঙ্গলবার প্রায় একঘণ্টা ধরে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল(Jagdeep Dhankhar)। বুধবার কলকাতা হাইকোর্টে পুরভোট সংক্রান্ত মামলার শুনানির পর ভোটের দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে। জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar) চিঠি দিয়েও কমিশনকে সতর্ক করেন। রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission) তাদের সাংবিধানিক ক্ষমতার বাইরে গিয়ে যাতে কোনও অবস্থাতেই সরকারের হয়ে কাজ না করে, তা নিয়ে অনুরোধ জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল।
রাজ্য সরকারের সুপারিশ মেনে ১৯ ডিসেম্বর ভোটগ্রহণ এবং ২২ ডিসেম্বর গণনার কথা জানায় রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)। এর মধ্যেই সব পুরসভায় একদিনে ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করে রাজ্য বিজেপি(BJP West Bengal)। মঙ্গলবার এই বিষয়ে সর্বদলীয় বৈঠক করে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্যপাল পুর-বিলের সংশোধনীতে সম্মতি না দেওয়ায় এখনও বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি।