‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী।’ গোয়ায় গিয়ে বার্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ধর্মনিরপেক্ষতার আদর্শ এবং দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো শক্তিশালী করার বার্তা দিয়ে মমতা বলেন, "দিল্লির দাদাগিরি চলবে না"। গোয়ার মানুষরাই সে রাজ্যের তৃণমূলের সংগঠনকে মজবুত করে তুলুক, বললেন বাংলার মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ’আমিও গোয়ার সন্তান। আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি। তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়।’ তিনি মনে করিয়ে দেন, ‘সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি। আমরা ভবিষ্যতে মহিলা সংরক্ষণ ও তারুণ্যে গুরুত্ব দেব।’