গত সপ্তাহ থেকেই বাংলায় শুরু হয়েছিল পারদপতন। এ সপ্তাহেও তা অব্যাহত। সোমবার একধাক্কায় অনেকটা নামল কলকাতার তাপমাত্রা(temperature in kolkata)। সোমবারই মরসুমের শীতলতম দিন(coldest day)।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore weather department) তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ থাকবে পরিষ্কার। রৌদ্রোচ্ছল আবহাওয়াই থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে হবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। দুই-ই স্বাভাবিকের থেকেও ৪ ডিগ্রি কম।
কলকাতার তুলনায় রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা আরও কমেছে। কৃষ্ণনগর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ায় কমেছে তাপমাত্রা। দার্জিলিং এ সর্বনিম্ন তাপমাত্রা ২-৩-এর মধ্যে ঘোরাফেরা করছে।