বনগাঁ থানার নরহরিপুরে বনগাঁ পৌরসভার তিন নম্বর পার্কিংয়ে শনিবার মাঝরাতে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা। পাঁচ থেকে ছয়টি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন বনগাঁ পৌরসভার পুরপ্রশাসক গোপাল শেঠ।
পুরপ্রশাসক জানান প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করেছে আগুন নেভানোর জন্য। কিন্তু গাড়িগুলোতে দাহ্যবস্তু তুলো বোঝাই থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের চার থেকে পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অন্যান্য যে সমস্ত লরিগুলি ছিল, সেগুলিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে তুলোর সব গাড়িগুলোকে বাঁচানো যায়নি। আগামীদিনে আগুন নিয়ন্ত্রণের বিষয়ে আরও বেশি সতর্ক হওয়ার কথা জানিয়েছেন বনগাঁ পুরসভার পুরপ্রশাসক গোপাল শেঠ।
Behala Clash: ভাইফোঁটার রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেহালা
প্রতিটি গাড়িতে দাহ্যবস্তু তুলো থাকায় আগুন এত মারাত্মক আকার নেয় বলেই অনুমান দমকলের। তবে ঠিক কী থেকে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে।