নারদ মামলায় (Narada Case) জামিনের মেয়াদ বাড়ল রাজ্যের তিন হেভিওয়েট তৃণমূল নেতার। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। মঙ্গলবার আদালতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)।
মঙ্গলবার রাতেই এই প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পোস্টে তিনি লেখেন, "অবশেষে খানিক স্বস্তি। ৫ বছরেরো বেশি সময় ধরে শোভন লড়াই করে যাচ্ছে। তবু মুখে হাসি রেখে সব যন্ত্রণা সহ্য করে যাচ্ছে। সেই দিনটার কথা আমার স্পষ্ট মনে আছে, যেদিন শোভন আমায় এই লড়াইয়ে ওর পাশে থাকতে বলেছিল"। "সব প্রতিকূলতার বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি, আমাদের গভীরতম দায়বদ্ধতার জন্য"।
প্রসঙ্গত, নারদ মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee) । নারদ মামলার পরবর্তী শুনানি ২৮ জানুয়ারি।