মাদককাণ্ডে ধৃত আরিয়ান খান সহ আরও ছয় অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজত দিল মুম্বইয়ের আদালত। বিশেষ এনডিপিএস আদালতে মামলার পরবর্তী শুনানি চলবে। এদিন আদালতে শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মনিশিন্ডে। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত।
এর আগে ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ান খানকে এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। বৃহস্পতিবার এই মেয়াদ বৃদ্ধির আবেদন করেন এনসিবি কর্তারা। অরিয়ান খান ছাড়াও জেল হেফাজত হয়েছে অচিত কুমার, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা সহ মোট ছয় জনের। ২১ অক্টোবর পর্যন্ত পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরিয়ান খানের আইনজীবী সতীশ মনিশিন্ডে এদিনও আদালতের কাছে জামিনের আবেদন করেন। জানান, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত এভাবে কাউকে আটকে রাখা যায় না। কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।