শাহরুখ পুত্র আরিয়ান সহ মাদক কাণ্ডে গ্রেফতার তিনজনকেই একদিনের হেফাজতে রাখার সিদ্ধান্ত নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। মুম্বই উপকূলে মাঝ সমুদ্রে চলা ‘রেভ পার্টি’তে হানা দিয়ে আরিয়ান খান সহ ১৩ জনকে প্রথমে আটক করে এনসিবি। সূত্রের খবর, পরে আরিয়ান খান, আরবাজ শেঠ মার্চেন্ট এবং মুনমুন ধামিচাকে গ্রেফতার করেছে এনসিবি। তিনজনকেই সোমবার পর্যন্ত এনসিবি হেফাজতে রাখা হয়েছে।
নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট-এর ২৭ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে তারকা পুত্রকে। গ্রেফতারের পরই আরিয়ানের মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।