নেটফ্লিক্সের(Netflix) সবথেকে জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হেইস্ট(Money Heist) । এবার তার দেশি ভার্সন আসতে চলেছে । পরিচালক আব্বাস-মাস্তান(Abbas-Mustan) । যদিও, এই খবর আগেই পৌঁছেছিল দর্শকদের কাছে । তবে প্রফেসরের চরিত্রে কে অভিনয় করবেন, সেই নিয়ে জল্পনা চলছিল । সম্প্রতি, শোনা যাচ্ছে, ওয়েব সিরিজের বলিউডি রিমেকে প্রফেসরের চরিত্রে দেখা যাবে অর্জুন রামপালকে(Arjun Rampal) ।
তবে, সিরিজ হিসাবে নয় । বলিউডে ছবি হিসাবেই মুক্তি পাবে মানি হেইস্টের 'দেশি ভার্সন' । সিনেমার নাম ঠিক করা হয়েছে 'থ্রি মাঙ্কিস'(Three Monkeys) । এর আগেও আব্বাস মাস্তান থ্রিলার ছবি তৈরি করেছেন । সেক্ষেত্রে আন্তর্জাতিক স্তরের এই সিরিজকে পরিচালক নিজের মতো করেই তৈরি করবেন বলে জানা যাচ্ছে ।
নভেম্বরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে । মুম্বই থেকে শুরু করে একাধিক লোকেশনে এর শুটিং হবে । ২০২২ সালের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি পেতে পারে ।