৬ বছরের দাম্পত্যে ইতি টানছেন সংগীত শিল্পী অনুপম রায় (Anupam Roy) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। মিউজিকের প্রতি ভালোবাসা কাছাকাছি এনেছিল এই দুই মানুষকে। দীর্ঘ প্রেম পর্বের পর ২০১৫ সালে বিয়ে করেছিলেন পিয়া-অনুপম। বৃহস্পতিবার টুইটারে এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে বিবাহবিচ্ছেদের (divorce) ঘোষণা করলেন তাঁরা।
বিয়ে ভাঙলেও বন্ধুত্ব আজীবন অটুট থাকবে বলে জানিয়েছেন, তাঁরা। "একসঙ্গে আমাদের এই সফরটা খুব সুন্দর ছিল। অসাধারণ কিছু স্মৃতি, সুন্দর-সাজানো মুহূর্তগুলো সর্বদা সঙ্গে থাকবে। কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার জেরে আমরা ঠিক করেছি স্বামী-স্ত্রী হিসাবে এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমরা ঠিক আগের মতোই পরস্পরের খুব কাছের বন্ধু থাকব"।
সম্প্রতি এভাবেই আলাদা হওয়ায় কথা জানিয়েছিলেন আমির খান-কিরণ রাও। বিবাহবিচ্ছেদের পরেও বহু জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।