তিন বছর আগে পঞ্চয়েত নির্বাচনে (Panchayat Election) ঘাস্ফুল শিবিরের বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহারের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। এ বার সেই অভিযোগ একরকম স্বীকারই করে নিলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) স্বয়ং। বিরোধীদের অভিযোগ নিয়ে অনুতাপের সুরে অনুব্রতর গলায়। ২০১৮ সালের পঞ্চায়েতের ভোট প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘অন্যায় হয়েছে। ভয়ঙ্কর অন্যায় করেছি।’’
রবিবার বোলপুরে একটি বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে আসন্ন পুরভোট প্রসঙ্গে দলীয় নেতা-কর্মীদের কাজ করার বার্তা দিয়ে অনুব্রত তিন বছর আগে পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ আনেন। বলেন, ‘‘অন্যায় হয়েছে। ভয়ঙ্কর অন্যায় করেছি। এ বার মানুষের রায় নেব। আপনারা পাশে থাকবেন। মানুষ ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেছেন। আশা করি মানুষ এক বার ভুল করেছে। বার বার ভুল করবে না।’’ গত পঞ্চায়েত ভোটে পেশিশক্তির ব্যবহারের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, অনুব্রতর বক্তব্য বিরোধীদের সেই অভিযোগকেই স্বীকৃতি দিল।