শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকের আগেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন NCP নেতা নবাব মালিক। তাঁর মতে, কংগ্রেসকে বাদ দিয়ে কোনও বিরোধী জোট অসম্ভব।
উল্লেখ্য, দিল্লি সফরে গিয়ে সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেননি মমতা। রাজ্যে রাজ্যে কংগ্রেস ছেড়ে নেতারা যোগ দিচ্ছেন তৃণমূলে। এই আবহে নবাব বলেন, "কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী জোট সম্ভব নয়। মেঘালয়ে কয়েকজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল গোয়াতেও গিয়েছে। সব রাজনৈতিক দলেরই সংগঠন বিস্তারের অধিকার রয়েছে। তবে আমরা মনে করি, কংগ্রেসকে বাইরে রেখে বিজেপি-বিরোধী কোনও জোট সম্ভব নয়।"
Sonu Nigam: অভিষেকের আমন্ত্রণে ডায়মন্ড হারবারে সোনু নিগম, গায়কের মুখে 'খেলা হবে' স্লোগান
শরদ পাওয়ার নিজেও তাই মনে করেন বলে জানিয়েছেন এনসিপি নেতা।