অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেন, টলিউডের অন্যতম জনপ্রিয় কাপল। তাঁদের দীর্ঘদিনের প্রেমের পর বিয়েটা কবে হচ্ছে, সেটাই ছিল টক অফ দ্য টাউন। নতুন ফ্ল্যাট, গাড়ি কিনে সেটল করার দিকেই এগোচ্ছিলেন অঙ্কুশ। বোঝাই যাচ্ছিল ভাল খবরটার আর বিশেষ দেরি নেই। এবার সরাসরি জানিয়েদিলেন লাভ ম্যারেজটা হচ্ছে!
তবে আপাতত পর্দায়। আসছে অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত ছবি লাভ ম্যারেজ। সঙ্গে রয়েছেন রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবির পরিচালনায় রয়েছেন প্রেমেন্দু বিকাশ চাকি। আজ থেকেই ছবির শুটিং শুরু। আর সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা দুজনেই। পর্দার ওপারে তো লাভ মেরেজ হয়েই গেল তবে, এবার এপারের অপেক্ষা।