বিয়ে করলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) । মঙ্গলবার মুম্বইয়ে ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি । পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন অভিনেত্রী ।
মনীশ মালহোত্রার (Manish Malhotra) ডিজাইন করা পোশাকেই সেজেছিলেন অঙ্কিতা-ভিকি । এদিন, বিয়ের জন্য সোনালী লেহেঙ্গা পরেছিলেন অভিনেত্রী । অন্যদিকে, ভিকি পরেছিলেন আইভরি শেরওয়ানি ।
এদিন, সোশ্যাল মিডিয়ায় বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেন অঙ্কিতা । ক্যাপশনে লেখেন, 'ভালবাসার ধৈর্য আছে কিন্তু আমাদের নেই ।... আমরা এখন মিস্টার আর মিসেস জৈন !"
আরও পড়ুন | 8/12 movie : বিনয়-বাদল-দীনেশের রাইটার্স অভিযান এবার বড় পর্দায় !
প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন ভিকি-অঙ্কিতা । অবশেষে মঙ্গলবার তাঁদের চার হাত এক হল । শনিবার থেকেই অঙ্কিতা-ভিকির প্রাক-বিবাহ পর্বের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল । মেহেন্দি, বাগদান, সঙ্গীত ও অন্যান্য অনুষ্ঠানের ছবিও পোস্ট করেন অঙ্কিতা । তাঁর সঙ্গীতে উপস্থিত ছিলেন বলি কুইন কঙ্গনা রানাউত ।