আইফেল টাওয়ারের নিচে অনুষ্ঠিত হল প্যারিস ফ্যাশন উইক। RAMP একেবারে অন্য লুকে দেখা গেল ঐশ্বর্যা রাইকে।
৪৭ বছর বয়সী ঐশ্বর্য যিনি এক সময়ে L’Oreal Paris-য়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, প্যারিস ফ্যাশন প্রসাধনী সামগ্রীর হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং আন্তর্জাতিক সেলিব্রিটিদের তালিকায় তাঁর নাম ছিল।
এদিন L’Oreal Paris ফ্যাশন উইকে একটি সাদা পোশাকে দেখা গেছে ঐশ্বর্যাকে। সঙ্গে ছিল ফুল শ্লীভ ব্লাউজ, কানে হালকা গয়না।
ঐশ্বর্য ছাড়াও এই ফ্যাশন উইকে ছিলেন ব্রিটিশ তারকা হেলেন মিরেন, গীতিকার তথা অভিনেত্রী ক্যামিলা ক্যাবেলো, অস্ট্রেলিয়ান তারকা ক্যাথরিন ল্যাংফোর্ড সহ অনেকে।