হতে পারতেন নামি আর্কিটেক্ট, আর কিছু না, বলিউডের ইতিহাসটা তাহলে বদলে যেত অনেকটা। বলছি ঐশ্বর্য রাই-এর কথা। আজ ঐশ্বর্য রাইয়ের ৪৮ তম জন্মদিন। তিনি, বলিউডের এমন এক নায়িকা, যার টানা ৫ বছর কোনো হিট না থাকলেও সিংহাসন তাঁরই থাকে। রোজ তাঁকে নিয়ে পেজ থ্রি স্টোরি থাকে না, ২০২১ এ দাঁড়িয়ে তাঁর ইন্সটা রিল ভাইরাল হয় না, সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট লক্ষ লক্ষ শেয়ার হয়না, অথচ তাঁকে অস্বীকার করা যায় না।
তাঁকে নিয়ে গুজব ছড়ায় একাধিক। কিন্তু ১৯৯৩ সালের বিশ্বসুন্দরীর খেতাব জেতা অভিনেত্রীকে বিতর্কিত প্রশ্ন করতে এখনও বুক কাঁপে সাংবাদিকদের।