শনিবার আসানসোলের কালিপাহাড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তাঁর বিস্ফোরক অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে।
রাজ্যের কাছে আগাম খবর থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, এটা ম্যান মেড বন্যা নয়। এটা পিসি মেড বন্যা বন্যা, দিদিমণি মেড বন্যা।
অগ্নিমিত্রা পল, বিজেপি বিধায়ক (01:42-02:43)