কসবার ভুয়ো টিকা শিবির থেকে শিক্ষা নিয়ে এবার কড় পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্যদপ্তর।
স্বাস্থ্যদপ্তরের বাইরে থাকা যে কোনও টিকাকরণ শিবিরই ‘বেআইনি’। এই ঘোষণার পর মঙ্গলবার টিকাকেন্দ্রগুলির তালিকা দেওয়া হল রাজ্য স্বাস্থ্যদপ্তরের ওয়েবসাইটে। রাজ্যের মোট ২৭ টি জেলার কোথায় কতগুলি ভ্যাকসিনেশন ক্যাম্প চলবে, প্রতিদিন তার তালিকা প্রকাশ করা হবে। সরকারি ও বেসরকারি সব শিবিরের তালিকাও থাকবে সেখানে। দেওয়া থাকবে সেন্টারের ঠিকানা, কোড নম্বর। এর বাইরে চলা কোনও করোনা টিকাকরণ কেন্দ্রকে অনুমোদন দেয়নি স্বাস্থ্যদপ্তর।
স্বাস্থ্যদপ্তর অনুমোদিত শিবিরের সংখ্যায় প্রতিদিন এই সংখ্যার হেরফের হতে পারে। এর বাইরে যে কোনও শিবির স্বাস্থ্যদপ্তরের চোখে ‘বেআইনি’। অর্থাৎ টিকা নিতে গেলে প্রতিদিন সকালে স্বাস্থ্যদপ্তরের ওয়েবসাইটে চোখ বুলিয়ে দেখে নিতে হবে, ওইদিন কোন জেলার কোথায় কোথায় কটি শিবির চলছে।