দীর্ঘদিনের বন্ধু অনুরাগ তিওয়ারির(Anurag Tiwari) সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ(Sayantani Ghosh) । রবিবার ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আট বছরের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিলেন এই জুটি । ইনস্টাগ্রামে বিয়ের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সায়ন্তনী ।
কলকাতাতেই বসেছিল বিয়ের আসর । এদিন লাল বেনারসিতে সেজেছিলেন সায়ন্তনী । অন্যদিকে, অনুরাগকেও দেখা গিয়েছে বাঙালি পোশাকে । ধুতি ও ডিজাইনার কুর্তায় সেজেছিলেন তিনি । বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সায়ন্তনী লেখেন, "আর এইভাবেই আমি মিস থেকে মিসেস হলাম ।"
আরও পড়ুন, Sayantani Ghosh Wedding : রবিবারই বিয়ের পিঁড়িতে বসছেন সায়ন্তনী, তার আগে বাগদান সারলেন 'নাগিন' তারকা
তারকা জুটির রিসেপশন পার্টি হবে জয়পুরে, শ্বশুরবাড়িতে । তবে পরে মুম্বইয়েও একটি রিসেপশন পার্টির আয়োজন করবেন এই তারকা জুটি । সেখানে তাঁদের তারকা বন্ধুরা উপস্থিত থাকবেন বলে খবর ।
হিন্দি ধারাবাহিকে জনপ্রিয় মুখ সায়ন্তনী ঘোষ । 'নামকরণ’, ‘সঞ্জীবনী’,‘নাগিন’ সহ একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন । বাংলায় বড় পর্দাতেও কাজ করেছেন সায়ন্তনী ।