শৈশবে অধিকাংশ সন্তানের এক অভিযোগ! বাবা-মার বিয়ের অ্যালবামে সে নেই কেন? যাক! অভিনেত্রী পুজা বন্দ্যোপাধ্যায়ের (Puja Banerjee) ছেলের এই অভিযোগটা থাকবে না। বড় হয়ে বাবা মায়ের বিয়ের অ্যালবাম খুললেই জ্বলজ্বল করবে তার উপস্থিতি। বিয়ে করছেন পুজা এবং তাঁর সন্তানের বাবা কুণাল ভার্মা (Kunal Verma)। ডেসটিনেশন ওয়েডিং এর তারিখ, ১৫ নভেম্বর, আর ডেস্টিনেশন গোয়া।
'কারও পয়সায় বিয়ে করিনি, কৈফিয়ত দেব না', ফের ঝলসে উঠলেন নুসরত
ছেলের জন্মের পর আইনি বিয়ে সেরেছিলেন কুণাল-পূজা। কিন্তু তাতে মন ভরেনি। তাই এবার সব আচার মেনে বিয়ে হবে। গায়ে হলুদ, সাত পাকে বাঁধা, মালা বদল, সব। ইতিমধ্যে গোয়ায় পৌঁছে গিয়েছেন বর, কনের পরিবারের সবাই। ছেলে কৃশিবের বিশেষ ধুতি পাঞ্জাবিও তৈরি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।